সাহেদ চৌধুরী, ফেনী
চলমান “ডেভিল হান্ট “অভিযান চলাকালে ফেনী জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান এর সার্বক্ষণিক নির্দেশনায় অতি. পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), নোবেল চাকমা এর সার্বিক তত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র অফিসার ইনচার্জ মর্ম সিংহ ত্রিপুরা এর প্রত্যক্ষ তদারকীতে ১৭মার্চ রাত ১১টায় ফেনী জেলার গোয়েন্দা শাখা (ডিবি) এর বিশেষ ২ নং টীমের সদস্যগন এসআই সাঈদ নুর, এসআই শাহাবুদ্দিন, এএসআই সঞ্জয় কুমার নাথ, এএসআই সরোয়ার, মোশারফ, জাহাঙ্গীর গন ফেনী সদর থানাধীন বন্ধুয়া ব্রিজের পাশে ভূইয়া বাড়ির মহিউদ্দিন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন গেফতারকৃত আসামী সাইমন হোসেন (১৮) এর হেফাজত হইতে টি মিক্স প্যাকেট-৩৫টি, টুথপেষ্ট ১৩০টি ও সাবান ৬০টি মোট মূল্য মূল্য ৯১ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়। এই সংক্রান্ত সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।