ePaper

ফেনীতে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

সাহেদ চৌধুরী, ফেনী

ফেনী মডেল থানায় দায়েরকৃত একটি অটোরিক্সা ছিনতাই মামলার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের ৬ সদস্যকে গ্রেফতার এবং অটোরিক্সার খণ্ডিত অংশ উদ্ধার করেছে। অটোরিক্সা চালক মো. শাহিদ (১৭) গত ৪ সেপ্টেম্বর রাতে এসএসকে রোডের হোটেল ডিলাক্সের সামনে থেকে যাত্রীবেশী ৩/৪ জন অপরিচিত লোককে মহিপালগামী ভাড়া নেন। রাত সাড়ে ৮টার দিকে ফতেপুর ফ্লাইওভারের নিচে পৌঁছালে যাত্রীরা তাকে ছুরিকাঘাত করে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন তিনি ফেনী সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার ডিবির হাতে গেলে পুলিশ সুপার হাবিবুর রহমান এর দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে ডিবির অফিসার ইন চার্জ মর্ম সিংহ ত্রিপুরা ও তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদ নুর সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করেন। এমদাদুল ইসলাম প্রকাশ পাভেল (২১); মনোহর আলী প্রকাশ মনা (২১); মো. রাশেদ (১৯)। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পরে আরো তিন সহযোগী ধরা পড় তারা হলেন মো. ইয়াছিন মানিক প্রকাশ বোমা মানিক (৪০) মো. নুরুল আমিন প্রকাশ শুকুর আলী (২৮), এনামুল হক (৫০) জিজ্ঞাসাবাদে জানা যায়, পাভেল, মনা ও রাশেদ ছিনতাই করা রিক্সাটি বোমা মানিকের কাছে হস্তান্তর করে। পরে বোমা মানিক ও শুকুর আলী মিলে রিক্সার বডি বাথানিয়া মসজিদের পুকুরে ফেলে দেয় এবং চাকা ও ব্যাটারি বিক্রি করে দেয়। অভিযানে অটোরিক্সার ৩ টি খন্ড ৪ টি ব্যাটারী ৩ টি চাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *