ePaper

ফেনীতে এনসিপি’র ৫ নেতার পদত্যাগ

সাহেদ চৌধুরী, ফেনী প্রতিনিধি:

জামায়াত ইসলামীর নেতৃত্বে গঠিত ১২ দলীয় জোটে অংশ নেওয়ায় এনসিপি ফেনী জেলা শাখার বিভিন্ন পদে থাকা ৫ নেতা পদত্যাগ করেছেন।  মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের কথা জানান  এনসিপির এই নেতারা।  পদত্যাগ করা নেতারা হলেন, ফেনী জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ ও আব্দুর রহিম,সদস্য, নূরে আজিম,জুনায়েদ হোসেন ও আজিজুল হক। সংবাদ সম্মেলনে তারা জানান, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি( এনসিপি) মধ্যমপন্থার রাজনীতি করার কথা বললেও বর্তমানে নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়িয়েছে। ব্যাক্তিগত ও নীতিগত দিক বিবেচনায় স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন বলে জানান তারা।

পদত্যাগ করা ওমর ফারুক শুভ বলেন, এনসিপি তিনদলীয় জোটের সাথে যখন জোট করেছে তখন আমরা পক্ষে ছিলাম। তখন সেটি রাষ্ট্র সংস্কার জোট ছিল। এখন যে জোট করেছে আমরা সেটির বিপক্ষে। এনসিপি মধ্যম পন্থার রাজনীতি করবে প্রতিশ্রুতি দিয়েছিল,বলেছিল ৩০০ আসনে প্রার্থী দেবে। কিন্তু সেটি তারা না করে নির্বাচনের জন্য একটি জোটে গিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা পদত্যাগ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *