ePaper

ফেনীতে ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাহেদ চৌধুরী, ফেনী

জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলার উদ্যোগে “গনঅভ্যুত্থানে আলেম ওলামাদের ভূমিকা” শির্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ফাউন্ডেশনের জেলা কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইফা উপ-পরিচালক মো. নাজমুস সাকিবের সভাপতিত্বে ও মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, আহত জুলাই যোদ্ধা ইয়াকুব শরীফ, জেলা ওলামা দলের সভাপতি হাফেজ মো. আবু বকর সিদ্দিক, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা শাহ মো. ইয়াছিন, সেক্রেটারী হাফেজ জাকির হোসেন মজুমদার। আরো বক্তব্য রাখেন ইফা’র ফিল্ড অফিসার মাসুদ রানা, মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ। সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা শাহ ইয়াছিন। প্রধান অতিথি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে এদেশে আলেম ওলামারাই সবচেয়ে বেশী জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তাঁরা হক কথা বলতে পারেননি। এখন সময় এসেছে মশালছি হয়ে পথ দেখাবার। আগষ্ট বিপ্লবে আলেম ওলামাদের অবিস্মরণীয় ভূমিকা ছিল। রক্ত দেয়ার ক্ষেত্রে, ত্যাগ শিকারের ক্ষেত্রে তাঁদের অবদান কোন অংশে কম ছিলনা। তিনি সমাজের যাবতীয় অনাচারের বিরুদ্ধে বলিষ্ট ভূমিকা রাখার জন্য আলেমদের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *