সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি
প্রয়াত বেগম জিয়ার মাগফিরাত কামনায় ফেনীতে শহীদ সরওয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে শহীদ সরওয়ার হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাউথ ইস্ট ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য শাহজান সিরাজ, বিদ্যুৎসাহী সদস্য জহিরুল হক পলাশ ও সদস্য নুরুল ইসলাম। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
