ePaper

ফুলগাজী রেলস্টেশনের পাশের সড়কের বেহাল দশা

ফুলগাজী(ফেনী) প্রতিনিধি

ফেনী জেলার ফুলগাজী রেলস্টেশনের পশ্চিম পাশে, গোডাউনের পাশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশা যেন দেখার কেউ নেই। প্রতিদিন এই সড়ক দিয়ে শ্রীপুর, বিজয়পুর ও গোসাইপুরসহ আশপাশের গ্রামের শত শত মানুষ যাতায়াত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলগাজী রেলস্টেশনের সামনে সিএনজি ও বাসযোগে এসে অধিকাংশ যাত্রী সময় বাঁচাতে এই বিকল্প সড়ক ব্যবহার করে থাকেন। সড়কটির আশেপাশে ফুলগাজী আইডিয়াল একাডেমি, নূরানী মাদ্রাসাসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিনিয়ত চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এছাড়াও, রাস্তাটির দুই পাশে রয়েছে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চলাচল একেবারেই দুর্বিষহ হয়ে ওঠে। তারা বলেন, ‘‘সামান্য ইট বা খোয়ার ব্যবস্থা করলেও অন্তত চলাচলের উপযোগী হতো।’’ বছরের পর বছর ধরে অবহেলিত এই সড়কটির উন্নয়নে এখনই প্রয়োজন যথাযথ পদক্ষেপ। এলাকাবাসী দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *