সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
বিজিএমইএ পরিচালক ও বিএনপি নেতা মজুমদার আরিফুর রহমান ফুলগাজী–পরশুরাম- ছাগলনাইয়ায় বেগম জিয়ার পক্ষে মজুমদার আরিফের গণসংযোগ। গতকাল শনিবার সকাল থেকে ফুলগাজী সদরের বাজার, গাবতলা, মনতলা, জিএম হাটের শ্রীচন্দ্রপুরসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। পরে পরশুরামের রাজেষপুর, ধনীকুন্ডা, চৌমুড়ি বাজার, বক্সমাহমুদ বাজারেও গণসংযোগ চালানো হয়। বিকেলে ছাগলনাইয়ার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে আবারও লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত পথসভা গুলোতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মজুমদার আরিফুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, ফুলগাজী উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আবু ইউসুপ মিয়া, এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় বক্তরা ফেনী -১ আসনে বেগম খালেদা জিয়াকে সর্বাধিক ভোটে বিজয়ী করার অঙ্গীকার করেন।
