ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
ফুলগাজী থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ফুলগাজী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করেন এসআই নুরুল করিম, এসআই মোহাম্মদ হোসেন ও এসআই দিপলু কুমার বড়ুয়া। অভিযানে চুরির মামলার আসামি আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত মুকু মিয়া ও হোসনেয়ারা বেগমের ছেলে মো. ইলিয়াছ (প্রঃ কালা)-কে গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক মামলায় পরোয়ানাভুক্ত আসামি আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুচা গ্রামের লিয়াকত আলীর ছেলে কাউছার হাসান (২৫)-কেও আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান। তিনি আরও জানান, অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
