ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর নবাগত জেলা প্রশাসক মনিরা হক ৭ ডিসেম্বর দুপুরে ফুলগাজী থানা পরিদর্শন করেন। থানায় পৌঁছালে তাকে স্বাগত জানান ফুলগাজী থানার কর্মকর্তারা। এ সময় ফুলগাজী থানার প্যারেড কমান্ডার উপপরিদর্শক মোহাম্মদ হোসেন প্যারেড পরিচালনা করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা রোমেন শর্মা, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম,ফুলগাজী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশা। এ সময় তিনি থানার বিভিন্ন সমস্যা, ও অগ্রগতির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
