ফুলগাজী, ফেনী
ফেনীর ফুলগাজী উপজেলার টেড্র সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন রিয়াজ বাবুর স্বপ্ন মুহূর্তেই ধুলিস্যাৎ হয়ে গেছে। গতকাল রোববার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকান মালিক আলাউদ্দিন রিয়াজ জানান, ৪ অক্টোবর রাতে তিনি নতুন মালামাল এনে দোকান প্রস্তুত করেন, যার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল পরদিন ৫ অক্টোবর। কিন্তু উদ্বোধনের আগেই আগুনে তার স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফুলগাজী ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের স্কোয়াড লিডার জসিম উদ্দিন জানান, অগ্নিনির্বাপক কাজে সেনাবাহিনী ও ফুলগাজী থানার পুলিশ সদস্যরাও সহযোগিতা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনা করে প্রাথমিকভাবে ৩ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত তালিকা জেলা প্রশাসকের (ডিসি) দপ্তরে পাঠানো হয়েছে। সরকারিভাবে কোনো সহায়তা বরাদ্দ এলে ক্ষতিগ্রস্তকে দেওয়া হবে। ঘটনার পরপরই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম রসূল ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক শহিদুল ইসলাম সদস্য সচিব এনামুল হক এনাম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহিন, যুগ্ম-আবায়ক মোহাম্মদ ইব্রাহিম, সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফুলগাজী উপজেলা সাধারন সম্পাদক কবির আহমেদ নাছির। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলাউদ্দিন রিয়াজ বাবুর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
