ePaper

ফুলগাজী উপজেলার শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক নির্বাচিত মো. হানিফ মিলন

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফুলগাজী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হানিফ মিলন। এ উপলক্ষে প্রতিক্রিয়া জানিয়ে মো. হানিফ মিলন বলেন, “দীর্ঘ ২৫ বছরের শিক্ষকতা জীবনে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ হিসেবে নির্বাচিত হওয়াকে আমি আমার পেশাগত জীবনের এক অনন্য সম্মান ও বড় অর্জন হিসেবে দেখছি। এই স্বীকৃতি অর্জনের পেছনে আমার প্রতিষ্ঠানের সকল সহকর্মী শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতা এবং উপজেলা প্রশাসনের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”মো. হানিফ মিলন শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে জড়িত। তিনি পরশুরাম শালধর বাজারস্থ সিদ্দিকিয়া হিফজুল কোরআন এতিমখানার সাধারণ সম্পাদক এবং ফুলগাজী উপজেলা থানা মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও পরশুরামের  মালি পাথর ও ফুলগাজী উপজেলার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি পরশুরাম উপজেলার মালি পাথর গ্রামের কৃতি সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। এ অর্জনের জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *