ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফুলগাজী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হানিফ মিলন। এ উপলক্ষে প্রতিক্রিয়া জানিয়ে মো. হানিফ মিলন বলেন, “দীর্ঘ ২৫ বছরের শিক্ষকতা জীবনে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ হিসেবে নির্বাচিত হওয়াকে আমি আমার পেশাগত জীবনের এক অনন্য সম্মান ও বড় অর্জন হিসেবে দেখছি। এই স্বীকৃতি অর্জনের পেছনে আমার প্রতিষ্ঠানের সকল সহকর্মী শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতা এবং উপজেলা প্রশাসনের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”মো. হানিফ মিলন শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে জড়িত। তিনি পরশুরাম শালধর বাজারস্থ সিদ্দিকিয়া হিফজুল কোরআন এতিমখানার সাধারণ সম্পাদক এবং ফুলগাজী উপজেলা থানা মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও পরশুরামের মালি পাথর ও ফুলগাজী উপজেলার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি পরশুরাম উপজেলার মালি পাথর গ্রামের কৃতি সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। এ অর্জনের জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
