ফুলগাজী,ফেনী প্রতিনিধি
ফুলগাজী উপজেলার মুন্সীরহাট বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপি গ্যাস বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ফুলগাজী উপজেলাধীন মুন্সীরহাট বাজারে সরকার নির্ধারিত মূল্যে এলপি গ্যাস বিক্রি নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ফুলগাজী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশা।অভিযানকালে মুন্সীরহাট বাজারের দুইজন ব্যবসায়ীর বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে পৃথক ২টি মামলায় মোট ২ জন অভিযুক্তকে ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযানে ফুলগাজী থানার একটি চৌকস পুলিশ টিম সহযোগিতা প্রদান করে। এ বিষয়ে ফুলগাজী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশা বলেন, জনস্বার্থে সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি নিশ্চিত করতে ফুলগাজী উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
