ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফুলগাজীর পুরাতন মুন্সিরহাট এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম সাজিদ মাহামুদ চৌধুরী (১৯)। তিনি মুন্সিরহাট ইউনিয়নের কমুয়া গ্রামের আরিফ উদ্দিন চৌধুরীর ছেলে। ফুলগাজী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেন জানান, গত ১৯ জানুয়ারি গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমি ওসি তদন্ত নুরুল ইসলাম বিশেষ অভিযান পরিচালনা করি। অভিযানের নেতৃত্বে দেন (ওসি) তদন্ত নুরুল ইসলাম অভিযানের সময় কমুয়া রোডে অবস্থিত আলী আজম স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সাজিদ মাহামুদ চৌধুরীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
