ePaper

ফুলগাজীর মাঠে ধানের শীষ ঝড় নির্বাচনী হাওয়ায় সরব বিএনপি

ফুলগাজী, ফেনী

ফেনী-১ (ফুলগাজী)আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে দিন-রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গ্রাম-গঞ্জে লিফলেট বিতরণ, মুখোমুখি জনসংযোগ আর ঘরে ঘরে ভোট চাওয়া এখন তাদের নিয়মিত কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ভিপি ফখরুল আলম স্বপন, সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ ও যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম মাস্টার ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা। এছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা প্রতিদিন বিভিন্ন গ্রামে জনসংযোগে অংশ নিচ্ছেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ ও সদস্য সচিব আব্দুল আলিম বাবুর নেতৃত্বে তরুণ কর্মীরাও সক্রিয়ভাবে প্রচারণায় যুক্ত রয়েছেন। বিএনপি নেতারা বিশ্বাস করেন, জনগণের কাছে ধানের শীষের পক্ষে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তাদের প্রত্যাশা, এই জনমতই শেষ পর্যন্ত বিজয়ের পথ সুগম করবে। প্রতিদিনের কর্মসূচিতে দলীয় বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে নিচ্ছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *