ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলাধীন আনন্দপুর ইউনিয়নের মাইজগ্রাম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ডে-নাইট ফুটবল মিনিবার টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার রাতে মাইজগ্রামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় মুখোমুখি হয় কুতুবপুর শফিক মেম্বারের বাড়ি একাদশ ও পূর্ব দরবারপুর সমাজকল্যাণ ফাউন্ডেশন। নির্ধারিত সময়ে উভয় দল কোনো গোল করতে না পারায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে কুতুবপুর শফিক মেম্বারের বাড়ি একাদশ ২–০ গোলে পূর্ব দরবারপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শিরোপা জয় করে। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুদ্দিন চৌধুরী বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন আনন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক, টুর্নামেন্টের আয়োজক মাহবুবুর রহমান, ফুলগাজী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন টিপুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকাজুড়ে এক আনন্দঘন ও ক্রীড়ামুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাটি আনন্দপুর স্পোটিং ক্লাবের দ্বিতীয় আসর বলে জানান মাহবুবুর রহমান।
