ePaper

ফুলগাজীতে স্বর্ণ ও মুদি দোকানে চুরি প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট-কবির আহমেদ নাছির

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী বাজারে গভীর রাতে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক চুরির ঘটনা। এতে একটি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকান থেকে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

জানা গেছে, ফেনী–বিলোনিয়া সড়কের পাশে ফুলগাজী বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত বনফুলের ঠিক বিপরীতে ১১ জানুয়ারি গভীর রাতে অজ্ঞাতনামা চোরেরা ‘রাখি স্বর্ণ শিল্পালয়’ নামে  বিপুল বনিকের একটি স্বর্ণের দোকান এবং পাশ্ববর্তী জালাল আহমদের মুদি দোকানে চুরি করে। রাখি স্বর্ণ শিল্পালয়ের স্বত্বাধিকারী বিপুল বণিক জানান, প্রতিদিনের মতো রাত ১০টায় দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। পরদিন সকালে জানতে পারেন দোকানের পেছনের দেয়াল ভেঙে চোরেরা ৩ ভরি স্বর্ণ, প্রায় ৫০ ভরি রূপা এবং নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে। তিনি জানান, এই ঘটনায় তিনি কার্যত নিঃস্ব হয়ে গেছেন।

একইভাবে পাশ্ববর্তী জালাল আহমদের মুদি দোকানের পেছনের লোহার দরজা ভেঙে চোরেরা দুধের গুঁড়া, চিনি, ভোজ্যতেলসহ বিভিন্ন মূল্যবান পণ্য ও ক্যাশবাক্সে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, চুরির পরিমাণ ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং চোরদের শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নিয়োজিত পাহারাদারদের দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন। তবে বাজার কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, পাহারাদাররা মূলত বাজারের সড়কগুলোতে নজরদারি করেন। জনবল স্বল্পতার কারণে প্রতিটি দোকানের পেছনে নজর রাখা সম্ভব নয়। দেয়াল ভাঙার শব্দ কেন পাহারাদাররা গুরুত্ব দেয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ফেনী–বিলোনিয়া সড়কের প্রশস্তকরণের কাজ চলমান রয়েছে। এ কারণে আশপাশে দোকানপাট ভাঙার কাজও চলছে। ফলে শব্দ শোনা গেলেও তা গুরুত্ব দিয়ে দেখা হয়নি। ঘটনার পরদিন সকালে ফুলগাজী বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম ও সদস্য সচিব এনামুল হক এনাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান  জানান সোনা শোনার সাথে সাথে আমি সরজমিনে গিয়েছি চোর চক্রকে ধরার চেষ্টা করছি। এদিকে ব্যবসায়ীরা দ্রুত চোর শনাক্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *