ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে অসহায় ও দরিদ্র পরিবারের ঘর নির্মাণে ঢেউটিন এবং শিশু-কিশোরদের খেলাধুলার বিকাশে খেলার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলগাজী সদর ইউনিয়ন শাখা। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার উত্তর শ্রীপুর নাফিতকোনা এলাকায় অসহায় সনাতন ধর্মাবলম্বী নয়ন কান্তি বৈদ্যের পরিবারের জন্য ঘর নির্মাণে ঢেউটিন প্রদান করা হয়। একই দিনে পশ্চিম নিলক্ষী ও পশ্চিম দেড়পাড়া গ্রামে শিশুদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশের গুরুত্ব তুলে ধরে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলগাজী সদর ইউনিয়ন শাখার আমির ও ফুলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম শামিম। আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির অহিদ উল্লাহ, নুরুল ইসলাম রিটু, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মোবারক হোসেন শাহ আলম, আবদুল কুদ্দুস, আবদুল খালেকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলগাজী উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শিশু-কিশোরদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে খেলাধুলার সুযোগ সৃষ্টি করা সামাজিক দায়িত্বের অংশ। এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
