ফুলগাজী(ফেনী) প্রতিনিধি
ফেনী ফুলগাজীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫-কে সামনে রেখে ফুলগাজীতে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম। এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাসিয়াত আক্তার, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি অধিনায়ক কামরুজ্জামান, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী, ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফুলগাজী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবির আহমেদ নাছির এবং পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কান্তি দত্ত। সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্র সমন্বয়ক ওমর ফারুক রাজু, আব্দুর রহিম বাবু, সাংবাদিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর শাহেদ হোসেন শাহেদ, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম রাজু, শাহাবুদ্দিন সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান। সভা শেষে সার্বিক প্রস্তুতির বিষয়ে মতবিনিময় করা হয় এবং সুশৃঙ্খলভাবে পূজার আয়োজন নিশ্চিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
