ফুলগাজী,ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘আমরা গর্বিত আমরা ফেনী সন্তান’। ৩ জানুয়ারি শনিবার দুপুরে ফুলগাজী বাজারের একটি কমিউনিটি সেন্টারে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্জ কমিটির সদস্য প্রভাষক মোর্শেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল বারিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মিঠু খান, সমন্বয়ক কবির আহমেদ নাছির, মশিউর ইসলাম আমান, মো. হেলাল উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় অতিথিরা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।কম্বল পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
