ePaper

ফিলিস্তিন রাষ্ট্র হবে না: ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিন রাষ্ট্র হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’র। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই।বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র হবে না”। বৈঠককে তিনি “খুবই ভালো” বলেও অভিহিত করেন।

পৃথক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, বৈঠকে গাজা, লেবানন ও সিরিয়ার নানা বিষয় এবং ইরানের নেতিবাচক প্রভাব মোকাবিলার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। তবে বৈঠকের আগে কোনো সাংবাদিকের প্রশ্ন নেওয়া হয়নি।এছাড়া সা’র যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোমের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। গত মে মাসে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসে দুই কর্মী নিহত হওয়ার পর তিনি নোমকে ইসরায়েলে আতিথ্য দিয়েছিলেন।এদিকে বুধবার রুবিও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গেও দেখা করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে বৈশ্বিক পারমাণবিক নিরাপত্তা, ইউক্রেনের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন ইস্যু এবং ইরানে সংস্থাটির নজরদারি ও যাচাই কার্যক্রম পুনরায় শুরুর প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে।গ্রোসি আগের দিন ঘোষণা করেছিলেন, জুন মাসে ১২ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো আইএইএ পরিদর্শকরা ইরানে ফিরেছেন। তিনি ফক্স নিউজকে বলেন, “ইরানে অনেক স্থাপনা রয়েছে— কিছু আক্রান্ত হয়েছে, কিছু হয়নি। তাই আমরা এখন আলোচনা করছি কীভাবে আমাদের কাজ পুনরায় শুরু করা যায়, কোন ধরনের প্রক্রিয়া বাস্তবায়ন করা সম্ভব।”তিনি আরও বলেন, “এটি সহজ পরিস্থিতি নয়। আপনারা কল্পনা করতে পারেন, ইরানের ভেতরে কারও কাছে আন্তর্জাতিক পরিদর্শকদের উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর মনে হয়, আবার কারও কাছে তা নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *