আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা এবং ভারতের মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন আলফাডাঙ্গা উপজেলার উলামা- মাশায়েখ ও সর্বস্তেের ধর্মপ্রাণ মুসলমানগণ। শুক্রবার জুম্মাবাদ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সকল ধর্মপ্রাম মুসলমান বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে নামাজ শেষে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ঈদগাহ্ ময়দানে উপস্থিত হন। এ সময় হাজার হাজার ধর্মপ্রাম মুসলমান ও উলামা- মাশায়েখগণ মিছিলটি আলফাডাঙ্গা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা ভবনের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসাথে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান। বক্তারা আরও বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইল সেনাবাহিনী কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলায় সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানান। পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারী এস, এম, হাফিজুর রহমান, উপজেলা ক্বওমী উলামা পরিষদের প্রধান উপদেষ্টা তামিম আহমেদ, সংগঠনটির সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আহসানউল্লাহ, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী, থানা মসজিদের ইমাম বিশিষ্ট ইসলামি আলোচক হাফেজ মোল্যা আব্দুর রহমান ফরিদপুরী। খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা ইলিয়াস, চান্দড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল্লাহ্, আলফাডাঙ্গা রেজিস্টার অফিস জামে মসজিদের খতিব মাওলানা হুসাইন আহমেদসহ আরও বিভিন্ন ওলামা মাশায়েখ উপস্থিত ছিলেন।