ePaper

‘ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে ইসরায়েল’

আর্ন্তজাতিক ডেস্ক

সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, গাজার ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে উৎখাতের পরিকল্পনা করছে ইসরায়েল। এ বিষয়ে সোমালিয়ার কাছে ‘নিশ্চিত তথ্য’ আছে। এটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হবে। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার এসব কথা বলেন ফিকি। ইসরায়েলের এই পরিকল্পনার বিষয়ে দীর্ঘদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল। তবে তেল আবিব তা বারবার অস্বীকার করেছে। ১৯৯১ সালে সোমালিয়া থেকে স্বাধীন হওয়ার ঘোষণা দেয় সোমালিল্যান্ড। তারা এখনো জাতিসংঘের স্বীকৃতি পায়নি। গত ডিসেম্বরে প্রথম দেশ হিসেবে তাদের স্বীকৃতি দেয় ইসরায়েল। গত সপ্তাহে ইসরায়েলের চ্যানেল ফোরটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বলেন, সোমালিল্যান্ডকে স্বীকৃতির সঙ্গে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের সম্পর্ক নেই। সোমালিল্যান্ডের কর্তৃপক্ষও বিষয়টি অস্বীকার করেছে। সম্প্রতি, সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ আলজাজিরাকে বলেছিলেন, সোমালিল্যান্ড ইসরায়েলের তিনটি শর্ত মেনে নিয়েছে। সেগুলো হলো- ফিলিস্তিনিদের পুনর্বাসন, এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *