ePaper

ফিলিস্তিতে গণহত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী

ফিলিস্তিনে দখলদার ইসরাইলের আগ্রাসন ও মুসলিম গণহত্যার প্রতিবাদে নোয়াখালীর সোনাইমুড়ীতে মিয়ার বাজার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নাটেশ্বর ইউনিয়নের তিন তক্তা এলাকায় এই মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মিয়ার বাজার সমাজ কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আহমেদ নাজিমুদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ জোনায়েদ, হাফেজ মাওলানা ওমর ফারুক, হাফেজ মাওলানা শোয়াইব সহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা গাজা ও রাফায় ইসরাইলের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর বিচার দাবী করেন। এ সময় তারা ইসরাইলের সকল পন্য বর্জন করতে ও অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম উম্মাহর প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *