ePaper

ফিরতি ঈদযাত্রায় যমুনা সেতুতে এক সপ্তাহে ১৭ কোটি টাকা টোল আদায়

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ     

ফিরতি ঈদযাত্রায় এক সপ্তাহে যমুনা সেতুতে সোয়া দুই লাখেরও বেশি যানবাহন চলাচল করেছে। এই সময়ে টোল আদায় হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। সূত্র জানায়, ঈদুল ফিতরের ছুটি শেষে গতকাল বৃহস্পতিবার থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করে উত্তরাঞ্চলের মানুষ। বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে মানুষ যার যার কর্মস্থলে ফিরতে থাকে। ফলে ওইদিন থেকেই যমুনা সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজগঞ্জের সব রুটেই যানবাহনের চাপ বাড়তে থাকে। গত এক সপ্তাহ ধরেই যমুনা সেতু দিয়ে বিপুল সংখ্যক যানবাহন চলাচল করেছে।  গতকাল বৃহস্পতিবার যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত এ সেতু দিয়ে ২ লাখ ২৯ হাজার ৯৬৯টি যানবাহন চলাচল করেছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে মোট ১৬ কোটি ৯৪ লাখ ১৮ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে ৩ এপ্রিল ২২ হাজার ৩৪৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৯৩ হাজার ১০০ টাকা, ৪ এপ্রিল যান চলছে ৩৫ হাজার ৮২১টি, টোল আদায় হয়েছে ২ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১০০, ৫ এপ্রিল ৪২ হাজার ৭৯৮টি যানের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ২৪ হাজার ৭০০ টাকা, ৬ এপ্রিল, যান চলেছে ৩৬ হাজার ৯৪৭টি, টোল আদায় ২ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ১৫০, ৭ এপ্রিল ৩৫ হাজার ২৩৪টি যান চলেছে, টোল আদায় ২ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৪৫০ টাকা, ৮ এপ্রিল ৩০ হাজার ৯১০টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা এবং ৯ এপ্রিল ২৫ হাজার ৯১১টি যানবাহন চলেছে টোল আদায় হয়েছে ২ কোটি ৩১ লাখ ৯৩ হাজার ১৫০ টাকা। যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদের ছুটি শেষ হওয়ার পর থেকেই গাড়ির যানবাহনের চাপ রয়েছে। গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে দুই কোটি ৪০ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে। প্রতিদিন গড়ে যানবাহন চলাচল করেছে ২৩ হাজারের মতো। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ যানবাহনের চাপ থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *