ePaper

ফিফায় অভিযোগ প্রত্যাহার করে বাংলাদেশেই ফিরলেন ফরাসি ট্রেইনার

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের গত মৌসুমে ট্রেইনার ছিলেন ফরাসি খলিল চাকরৌন। ক্লাবের সঙ্গে দেনা-পাওনা সংক্রান্ত দূরত্বে তিনি ফিফায় অভিযোগ করেছিলেন। কিংসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করা সেই খলিলই আবার দিন তিনেক আগে ঢাকায় এসে দ্বিতীয় মেয়াদে কিংসের ট্রেইনারের দায়িত্ব নিয়েছেন। ফিফায় বাংলাদেশের ক্লাব কিংবা ফেডারেশনের বিপক্ষে অভিযোগ করে আবার কোনো বিদেশি কোচ, ফুটবলারের বাংলাদেশে আসার ঘটনা সেই অর্থে নেই। ফরাসি ট্রেইনার খলিল সেই ব্যতিক্রম ঘটনার অবতারণা করেছেন।পুনরায় কিংসে কাজ করতে আসার কারণ সম্পর্কে খলিল বলেন, ‘আমাদের দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি হয়েছে। এতে বিগত সমস্যার আমরা একটা মধ্যস্থতায় পৌঁছেছি। এজন্য আমি আমার আইনজীবীকে ফিফায় অভিযোগ প্রত্যাহার করতে বলেছি। সে ফিফায় ইতোমধ্যে অবহিতও করেছে।’

খলিলের অভিযোগ ছিল চুক্তি অনুযায়ী তিনি কিংসের কাছে তিন মাসের বেতন ও বোনাসের অর্থ পান। কিংস যথাসময়ে এটা প্রদান না করায় খলিল ফিফার শরণাপন্ন হয়েছিলেন। নতুন করে কিংসের সঙ্গে পথ চলতে ফিফায় তার অভিযোগ প্রত্যাহার করলেও বকেয়ার আশা এখনো ছাড়েননি তিনি, ‘আমার পাওনা রয়েছে এটা সঠিক নতুন চুক্তির সময় এগুলো পুঙ্খানুপুঙ্খু আলাপ হয়েছে। ফলে সেই সমস্যা আর থাকবে না।’ খলিল গত মৌসুমে কাজ করেছিলেন রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতের সঙ্গে। এই বছর বসুন্ধরা কিংস আর্জেন্টাইন কোচ গোমেজকে এনেছে। নতুন কোচ ও খেলোয়াড়দের নিয়ে খলিলের মন্তব্য, ‘আমি মাত্র তিন কাজ করছি। পেশাদার ট্রেইনার হিসেবে আমি পতুর্গিজ, রোমানিয়াসহ অনেক দেশের কোচের সঙ্গেই কাজের অভিজ্ঞতা রয়েছে। আর্জেন্টাইন কোচের সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না। ফুটবলারদের ফিটনেস নিয়ে বিস্তারিত আরো কয়েক দিন বলতে পারব।’ খলিলের পাশাপাশি বসুন্ধরা কিংসের সাবেক হেড কোচ ভ্যালেরি তিতেও ফিফায় অভিযোগ করেছিলেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে ফিফা তদন্ত করে কিংসের ওপর দলবদলের নিষেধাজ্ঞা দিয়েছে। খলিল তার অভিযোগ প্রত্যাহার করলেও তিতের আবেদন বহাল রয়েছে। ফলে এখনো ফিফার ওয়েবসাইটে বসুন্ধরা কিংসের দলবদলের নিষেধাজ্ঞা প্রদর্শন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *