ePaper

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি থেকে ২৭ শিক্ষার্থীর সরকারি বৃত্তি লাভ

মনির হোসেন বাবুল (লক্ষ্মীপুর) রামগঞ্জ

লক্ষ্মীপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রামগঞ্জ উপজেলার ফরিদ আহম্মেদ ভূইয়া একাডেমি থেকে ২০২৫ইং সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৬৪জন পরীক্ষার্থীর মাঝে ২৭জন সরকারি বৃত্তি লাভ করেছে। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে শতভাগ পাশের হার সমৃদ্ধ এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৫ ইং সনে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় ৬৪জন অংশগ্রহণ করে। ৬৪জন শিক্ষার্থীর মধ্যে ৪২জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে। এছাড়া ২০২৪ ইং সনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে তৃতীয়স্থান অর্জনসহ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠের পদকে ভূষিত হয় ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি। ২০২৫ইং সনের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২১জন পরীক্ষার্থীর মধ্যে ১জন ট্যালেন্টপুলসহ ৯জন, মানবিক বিভাগ থেকে ৫জন শিক্ষার্থীর মধ্যে ৫জন ও বিজ্ঞান বিভাগের ৩৮ শিক্ষার্থীর মধ্যে ১৩জন শিক্ষার্থী সরকারি বৃত্তি লাভ করে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূইয়া উক্ত একাডেমির ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *