আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লার উদ্যোগে “রাইড ফর জাস্টিস” শীর্ষক দিনব্যাপী নির্বাচনী মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম কাঞ্চন একাডেমি মাঠ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বোয়ালমারী হয়ে মধুখালী উপজেলা সদরস্থ মধুখালী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সমবেত হয়। আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা থেকে আগত প্রায় ১৫ শত মোটরসাইকেল, ১০টি মাইক্রোবাস এবং ৪টি পিকআপ ভ্যান এই শোভাযাত্রায় অংশ নেয়। পথজুড়ে হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন—উপজেলা আমীর মাওঃ মু. কামাল হুসাইন,উপজেলা সেক্রেটারি এস.এম. হাফিজুর রহমান,পৌর আমীর প্রভাষক মু. ওয়াহিদুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সেক্রেটারি এস. এম. রিদওয়ানুন্নবী, পৌর সেক্রেটারি মু. মোঃ মিকাইল হোসেন কুবাদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মু. মনিরুজ্জামান, শ্রমিক বিভাগের সভাপতি এস. এম. জিয়াউল হাসান, উলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল হাসান, পেশাজীবী সংগঠনের সভাপতি মো. গোলাম কুদ্দুস, পৌর যুব বিভাগের সভাপতি মুজাহিদুল ইসলাম,ইসলামী ছাত্রশিবির সভাপতি জাবেদ হোসেন,এবং তিন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।অনুষ্ঠানে বক্তব্যে প্রফেসর ড. ইলিয়াস মোল্লা বলেন,ন্যায়, সত্য ও ন্যায্যতার প্রতিষ্ঠার আন্দোলনে জনগণই আমাদের শক্তি। শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়েই জনগণের মতামত প্রতিফলিত হবে। তিনি আরও বলেন,ফরিদপুর-১ আসনের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক যোগাযোগ ও কর্মসংস্থান খাতে টেকসই উন্নয়ন পরিকল্পনা রয়েছে আমাদের। জনগণ সুযোগ দিলে সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবো। দিনব্যাপী কর্মসূচির শেষে মধুখালী উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়।
