মোঃ সহিদুল ইসলাম মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর-১ আসন (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউন করেছেন। ২২ নভেম্বর, শনিবার, সকাল ৯টায় মধুখালী উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। এরপর এটি মধুখালী বাজার, নওপাড়া, বোয়ালমারী উপজেলার গোয়ালবাড়ী, ময়না, বোয়ালমারী বাজার হয়ে আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম কলেজ মাঠে পৌঁছায়। সেখানে এমপি পদপ্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এই সময় ৫ কিলোমিটার সড়কজুড়ে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। দলীয় পতাকা ও ব্যানারে সাজানো এই শোডাউনটি সড়কের দুই পাশে জনসমাগমের সৃষ্টি করে। আলফাডাঙ্গা উপজেলা থেকে বোয়ালমারী উপজেলার সাতৈর, মুজুরদিয়া, কাদিরদি, মাঝকান্দী ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে কামারখালী কাজী সিরাজুল গার্লস স্কুল এ্যান্ড কলেজ মাঠে গিয়ে মোটরসাইকেল শোডাউনটি শেষ হয়। এ সময় এমপি পদপ্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, “জনগণের এই সাড়া প্রমাণ করে যে জনগণ আমাদের সাথে আছে।” স্থানীয়রা মন্তব্য করেন, এত বড় রাজনৈতিক সমাবেশ এর আগে দেখা যায়নি। নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর এ ধরনের উপস্থিতি প্রতিদ্বন্ধী দলগুলোর মধ্যে আলোচনার সৃষ্টি করেছে। কামারখালী ও আড়পাড়া ইউনিয়নের সার্বিক সহযোগীতায় ছিলেন কামারখালী ইউনিয়নের আমির আলহাজ¦ মাওলানা আঃ ছাত্তার মোল্যা ও আড়পাড়া ইউনিয়ন জামায়াতী ইসলামী বাংলাদেশ এর আমির মুন্সী মোঃ রোকনুজ্জামান রোকন সহ আড়পাড়া ইউনিয়নের জামায়াতী ইসলামী বাংলাদেশ এর নেতানেত্রী বৃন্দ প্রমুখ ।
ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামীর বিশাল মোটরসাইকেল শোডাউন
