ePaper

ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ব্যুরো চিফ, ফরিদপুরফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী ভূমি কর্মকরতা শফিকুর রহমান, ওসি(অপারেশন) কোতয়ালী আব্দুল্লাহ সিকদার, উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচি, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান, মাদক দ্রব্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সাইফুর খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান, স্বাস্থ্য কর্মকর্তা এম ইত্তেখাব, চাঁদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, আলিয়াবাদ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, গেরদা ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক, কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ মুহাম্মদ আলতাফ হোসেন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিক ফকির, ডিগ্রীর চর ইউপি চেয়ারম্যান মিন্টু ফকির, নর্থ চ্যানেল ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, চর মাধবদিয়া ইউপি চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল, মাচ্চর ইউপি মোহাম্মদ জাহিদ মুন্সী, ঈশান গোপালপুর ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আজগর হোসেন প্রমুখ। এছাড়া সভায় সদর উপজেলার সকল অফিস প্রধান বা তাদের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদক, মব সন্ত্রাস, বাল্যবিবাহ অবৈধভাবে বালূ-মাটি উত্তোলন প্রতিরোধে একসাথে সবাইকে কাজ করার আহ্বান জানান হয়। এছাড়া ডেঙ্গু ও করোনা মোকাবেলা সহ সকল ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে একসাথে কাজ করার জন্য দ্বায়িত্বশীল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের আহ্বান জানান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *