ePaper

ফরিদপুর বাস মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান

সবুজ দাস, ফরিদপুর

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব দেয়া হয়েছে সিনিয়র সহ-সভাপতি মো. আনিসুর রহমানকে। ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় আনীত দূর্নীতির অভিযোগের ভিত্তিতে মো. কামরুজ্জামান সিদ্দিকীকে সভাপতির পদ হইতে ও গ্রুপ পরিচালনার সকল প্রকার কার্যক্রম হইতে সাময়িকভাবে বিরত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। ওইদিনই সিনিয়র সহসভাপতি মো. আনিসুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব দেয়া হয়। পরে ২২ সেপ্টেম্বর জরুরী সাধারণ সভায় মো. কামরুজ্জামান সিদ্দিকীকে গ্রুপের সভাপতির পদ হইতে ও গ্রুপের সকল প্রকার কার্যক্রম হইতে বিরত রাখার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে চুড়ান্তভাবে গৃহীত হয়। বিজ্ঞপ্তিতে, ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপ সংক্রান্তে যে কোনো ধরনের যোগাযোগ ও লেনদেন ভারপ্রাপ্ত সভাপতির সাথে করতে বলা হয়েছে। অন্যথায় দায়ভার বহন করা হবেনা বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এ বিষয়ে কোনো সাধারণ সভা হয়নি জানিয়ে মো. কামরুজ্জামান সিদ্দিকী জানান আওয়ামীলীগের কিছু দোসর গায়ের জোরে এসব করছে। অনিয়মতান্ত্রিকভাবে কয়েকজন লুটপাট করতে না পেরে বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে এ বিষয়ে থানায় ও আদালতে অভিযোগ দেয়া রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *