ePaper

ফরিদপুর পৌরসভায় কর্ম প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সবুজ দাস, ফরিদপুর : কমিউনিটি ভিত্তিক সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ফরিদপুর পৌরসভায় কর্ম প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ফরিদপুর পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেন। অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম  এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (সিভিল) শিমুল দাস প্রমুখ। সভায় বর্জ্য  ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বক্তারা। তারা বর্জ্যকে সম্পদ হিসেবে দেখার কথা উল্লেখ করে বলেন, উন্নত বিশ্বে মানুষের প্রতিদিনের চাহিদা মেটাতে বর্জ্যকে কে বায়োগ্যাস হিসেবে ব্যবহার করায় এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর পৌরসভায় প্রতিদিন উৎপন্ন হওয়া প্রায় ১২০ টন বর্জ্য গুলোকে সুষ্ঠু পরিকল্পনা অনুযায়ী সম্পদ হিসেবে কাজে লাগাতে পারলে একদিকে যেমন পরিবেশ ভালো থাকবে, অন্যদিকে আর্থিক জিডিপির হারও বাড়বে। তাই নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। কর্মশালায় ফরিদপুর পৌরসভার ৯২ টি অনুন্নত এলাকার প্রতিনিধিবৃন্দ উক্ত কর্মশালায়  তাদের বিভিন্ন  মতামত তুলে ধরে আলোচনা করেন। এ সময় ফরিদপুর পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *