ফরিদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে কমপ্লিট শাটডাউন

ব্যুরো চিফ, বৃহত্তর ফরিদপুর

পলিটেকনিক শিক্ষার্থীদের ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ শাটডাউন কর্মসূচি পালন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল থেকে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। সোমবার কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অডিটোরিয়াম রুমে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা স্লোগান দিতে দিতে একটি মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে মেকানিক্যাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র বুলবুল আহমেদ এর সভাপতিত্বে এ সময় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রদলের সভাপতি নাজমুস সাকিব, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের পঞ্চম পর্বের ছাত্র নাফিজুল ইসলাম রোহান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম পর্বের ছাত্র মো. সজল কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের ছাত্র দাউদ শেখ, মেকানিকাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোহাম্মদ তরিকুল সিভিল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মো. আশিক, শফিকুল ইসলাম, মেকানিক্যাল তৃতীয় পর্বের শাকিব সহ পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনের মূল ফটক সহ বিভিন্ন গেটে তালা ঝুলিয়ে দিয়ে পুরো ক্যাম্পাস ও প্রতিষ্ঠানটি অচল করে দেন। তারা জানিয়েছেন, তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই শাটডাউন অব্যাহত রাখবেন। এদিকে, প্রতিষ্ঠান প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *