ব্যুরো চিফ, বৃহত্তর ফরিদপুর
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উক্ত কর্মসূচি পালিত হয়। প্রতিষ্ঠানটির মেকানিক্যাল সপ্তম পর্বের ছাত্র বুলবুল আহমেদের সভাপতিত্বে কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি প্রতিষ্ঠানটির অডিটরিয়াম ভবন থেকে শুরু হয়ে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবন এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রদলের সভাপতি নাজমুস সাকিব, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম পর্বের ছাত্র মো. সজল, কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের ছাত্র দাউদ শেখ, মেকানিকাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোহাম্মদ তরিকুল ইসলাম, সিভিল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মো. আশিক, শফিকুল ইসলাম, মেকানিক্যাল তৃতীয় পর্বের ছাত্র শাকিব প্রমুখ। এ সময় পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন “আমরা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের চেষ্টা করে যাবো। অনতিবিলম্বে আমাদের ছয় দফা দাবি মেনে নিতে হবে। আমাদের ৬ দফা দাবি যতদিন না বাস্তবায়ন হয় আমরা ততদিন কঠোর অবস্থানে থাকবো। অনতিবিলম্বে আমাদের ন্যায্য দাবি মেনে নেয়া না হলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে সফল করবে।