ePaper

ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

লিয়াকত হোসেন, ফরিদপুর ব্যুরো চিফ

ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০:৩০ মিনিটের দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্থানীয় সরকার ফরিদপুরের উপ পরিচালক ও ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল আজম, ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন “সারা বাংলাদেশে করোনা সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। ফরিদপুরে করোনা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সারা বাংলাদেশের ডেঙ্গুর প্রকোপ থাকলেও ফরিদপুরের এখনো ডেঙ্গুর তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি। এছাড়া কৃষিক্ষেত্র বিভিন্ন সার পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। ফরিদপুরের বেইলী ব্রিজটিকে হকার মুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে তা সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। ধান ও চালের মজুদ বিরোধী অভিযান পরিচালনা করা হবে। সরকারি দপ্তরগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে হবে। এছাড়া জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *