ePaper

ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ব্যুরো চিফ,ফরিদপুরঃ

ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার(১১জানুয়ারী)  সকাল ১০-৩০ মিনিটে ফরিদপুরের  জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার  সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।  এ সময় ফরিদপুরের পুলিশ সুপার  নজরুল ইসলাম পিপিএম, জেলা সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস সহ র?্যাব আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  সভায় বক্তারা বিগত তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির  এবং আগামী দিনের করণীয় সম্পর্কে আলোচনা করেন।  এছাড়াআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান। সভায়ফরিদপুর শহরে ইজিবাইকঅটোরিকশা নিয়ন্ত্রণে নতুন করে লাইসেন্স না দেওয়া ও লাইসেন্সবিহীন যানবাহন চলাচল বন্ধ করতে বিআরটিএ এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।  চুরি, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।  নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ, শহরের যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করার উপর গুরুত্ব আরোপ করে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *