মধুখালী প্রতিনিধি
শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল নারী মধুখালী উপজেলার কামারখালী উদ্দীপন বিদ্যনিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শারমীম আখতার। সোমবার বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে জেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন তিনি। শারমীম আখতার বর্তমানে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মাদ কামরুল হাসান মোল্যা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আব্দুল জলিল পিপিএম (বিপি), ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.সাজেদা বেগম পলিন এবং ফরিদপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক মো. ইয়াছিন কবীর। শারমীম আখতার সমপর্কে বলতে গেলে এর আগে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী চলা কালীন সময়ে ২০১৯ ইং সনে ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হন, ২০২১ইং সনে করোনাকালীন শিক্ষায় বিশেষ অবদানের জন্য জেলা প্রশাসক কর্তৃক জ্ঞানের আলো ট্রাস্টের পক্ষ থেকে ফরিদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং ২০২২ ও ২০২৩ ইং এবং ২০২৪ইং সনে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেন। তবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এবং বিভাগ পর্যায়ে জয়িতা লাভ করার জন্য সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।