ePaper

ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবীতে মানববন্ধন

মো. সহিদুল ইসলাম,মধুখালী

ফরিদপুরের মধুখালীতে দক্ষিন বঙ্গের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের গ্রাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা পাওনাদী পরিশোধের দাবীতে বিএসএফআইসি অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির ফরিদপুর চিনিকল শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর চিনিকলের প্রধান ফটোকে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল সাড়ে ১০টায় বিএসএফআইসি অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির ফরিদপুর চিনিকল শাখার সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে ফরিদপুর চিনিকলের প্রধান ফটোকে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন কল্যান সমিতির সাধারন সম্পাদক বিশ্বজিৎ সরকার, অবসরপ্রাপ্ত মো. মনিরুল ইসলাম, মো. মজিবুর রহমান মন্টু, মো. আব¦াস উদ্দিন বিশ্বাস, সুভাষ রায়, নির্মল কুমার সরকার, শাহ মো.হারুন অর রশিদ ও আব্দুল হালিম শেখসহ প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ পরবর্তী শিল্প উপদেষ্টা বরাবরে লিখিত স্মারকলিপি ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহর নিকট পেশ করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক নেতৃবৃন্দকে এক মাসের মধ্যে অবসরপ্রাপ্তদের স্থায়ী আমনত পরিশোধের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন। গ্রাচুইটির পাওনা ২২ কোটি টাকা পরিশোধের জন্য সদর দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চেষ্টা করবেন। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল এর দপ্তরে তাঁর নিকট পেশ করেন শিল্প উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রেরণের জন্য। উল্লেখ দেশের ১৫টি চিনিকলের নিকট ৩ হাজার অবসপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের প্রায় ২১২ কোটি ৩৪ লক্ষ টাকা পাওনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *