ePaper

ফরিদপুরে ১৫তম রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

লিয়াকত হোসেন, ফরিদপুর ব্যুরো

ফরিদপুরে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফান্ড(ঝডঋ) কর্তৃক আয়োজিত ১৫ তম রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী হাফেজ ডাঙ্গীতে খেলা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৬ টায় খেলার উদ্বোধনী অনুষ্ঠানসহ শুভ উদ্বোধন করা হয়। গিয়াস খান কলেজের প্রভাষক আবুল কালাম ছিদ্দিক (ডাবলু) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর এবং জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক(ইনচার্জ) মো. বজলুর রশীদ খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি পান্না বালা, বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, মুবিন ফিশারিজ এর সত্ত্বাধিকারী ফজলে রাব্বি মুবিন, দৈনিক নবচেতনার ফরিদপুর ব্যুরো চিফ লিয়াকত হোসেন। স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড এর প্রধান নির্বাহী শাহাদাত হুসাইন এর সঞ্চালনায়, বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়া, মানসিক ও মানবিক বিকাশ, মাদকমুক্ত সমাজ গঠন, নির্মল আনন্দ, শরীর চর্চা, দল পরিচালনায় নেতৃত্ব তৈরী প্রভৃতি ক্ষেত্রে খেলাধুলার ভুমিকা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বৃহত্তর ফরিদপুরের দু’জন মুক্তিযোদ্ধা সংগঠক গৌরচন্দ্র বালা(সাবেক এমপি ও মন্ত্রী) ও শামসুদ্দিন মোল্লা(সাবেক এমপি) এবং দু’জন করিমপুরের সম্মুখ যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা মেজবাউদ্দিন নৌফেল ও আব্দুল ওহাব খান(বীর প্রতীক) এর নামে ৪ টি দলের নাম করন করা হয়। প্রতিদ্বন্দ্বিতা মুলক টূর্ণামেন্টের টানটান উত্তেজনাকর ফাইনালে মুক্তিযোদ্ধা সংগঠক গৌরচন্দ্র বালা দল, শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খাঁন (বীর প্রতীক) দলকে ২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রথমে ব্যাট করে মুক্তিযোদ্ধা সংগঠক গৌরচন্দ্র বালা দল ১২ ওভারে সব উইকেট হারিয়ে ৪৭ রান করে। দলটির পক্ষে আবু রায়হান সর্বোচ্চ ১৫ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খাঁন (বীর প্রতীক) দল ১১.৪ ওভারে ৪৫ রানে অল আউট হয়। মুক্তিযোদ্ধা সংগঠক গৌরচন্দ্র বালা দলের আবু রায়হান সর্বাধিক ২ উইকেট নেন। টূর্ণামেন্টে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন আবু রায়হান। সিরিজ সেরা হয়েছেন সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন ও রানার আপ উভয় দলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফান্ড (ঝডঋ) সংগঠনটি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত আর্থিক সহায়তা প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, গাছ বিতরণ, বন্যা-শীতে খাদ্য বস্র বিতরণ সহ বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *