লিয়াকত হোসেন, ফরিদপুর ব্যুরো চিফ
,
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শ্রীবাস মজুমদা(৩০) ও রাসেল মোল্লা নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, তারা উভয়ই ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের সাচিয়া গ্রামের বাসিন্দা। শ্রীনিবাস, ক্ষিতীশ মজুমদার ও রাসেল মোল্লা, জালাল মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার আনুমানিক রাত ৯.৪০ মিনিটে ফরিদপুর সদরের মুন্সী বাজার বাইপাস সড়কে বরকতের মার্কেটের সামনে মোটর সাইকেল-জুবাইদা তেলের পাম্পের তেলের লরির (ট্রাকের ঢাকা মেট্রো ঢ-৪২-০২২১) সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী শ্রীবাস মজুমদার ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন এবং মো. রাসেদ মোল্লাকে মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ড ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতদের লাশ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।