সবুজ দাস, ফরিদপুর
ফরিদপুরে সড়ক ও জনপথ বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে এক কর্মসূচিপালিত হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার শহরের কমলাপুরে ফরিদপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোহাম্মদ জান্নাত মিয়া। এ সময় সড়ক ও জনপদ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ কর্তৃক ২৭ মামলার নীতিমালা চূড়ান্ত করন ও মাস্টার রোল কর্মচারীদের বেতনের সমস্যা নিরসনে অর্ন্তর্বতীকালীন সরকারের নিকট দাবি জানানো হয়। এছাড়াও গত ১৯ তারিখ থেকে তাদের ঘোষিত কর্মসূচির পর ২১, অক্টোবর দেশের সকল সড়ক বিভাগ অফিসে মানববন্ধন, আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করার বিষয়ে সিন্ধান্ত নেন তারা। এ ছাড়াও আগামী ২৩ অক্টোবর দেশের সকল সড়ক বিভাগের প্রধানের নিকট স্মারকলিপি পেশ, ২৬ অক্টোবর সকল জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর সচিব বরাবর স্মারকলিপি পেশ, এবং একইদিন সড়ক ও জনপদ গ্রামীন কেন্দ্রীয় সংসদ কর্তৃক জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় মো. রুস্তুম আলী বিশ্বাস, উত্তম কুমার দাস, মোহাম্মদ রাশেদ খান, মোহাম্মদ আকবর, মো. সিদ্দিক মোল্লা সহ ফরিদপুর সড়ক ও জনপদ বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
