ePaper

ফরিদপুরে যুবদল নেতার উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ব্যুরো চিফ, বৃহত্তর ফরিদপুর

ফরিদপুর পৌরসভার মুন্সিবাজার এলাকায় যুবদল নেতা রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাসকে কুপিয়ে জখমের ঘটনায় হামলাকারীদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টার সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনে আধা ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনের বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, ফরিদপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফন্টের আহ্বায়ক নিতাই রায়, হামলায় আহত রঞ্জিত বিশ্বাস এর স্ত্রী ইপা বিশ্বাস, তার বোন পূর্ণিমা রায়, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল, ফরিদপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফন্টের সদস্য সচিব সুব্রত রবি দাস, কৃষক দল নেতা লুৎফর মন্ডল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, থানায় মামলা হলেও আসামিদের গ্রেফতার করছে না প্রশাসন। আসামিরা এলাকায় থেকে বিভিন্ন ভয়-ভীতি দেখাচ্ছে। তারা বলেন আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী লাভলুর নির্দেশে সন্ত্রাসী রকি, সজীব ও আজাদ এই হামলা চালায়। এখন তারা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এলাকায় ঘোরাফেরা করছে। পুলিশ তাদের আটক না করায় তারা আরো বেপরোয়া হয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই এই সব আওয়ামী সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতারের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। ভুক্তভোগীর পরিবারের লোকজন বলেন হামলাকারীরা বিভিন্ন সময়ে আমাদের হুমকি ধামকি দিচ্ছে। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই। আর তাই অতি দ্রুত তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানানো হয়। আগামী ৭২ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করার দাবি জানানো হয়, তা না হলে আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি দেয়া হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি প্রদান করা হয়। উল্লেখ্য, গত ৪ এপ্রিল শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে গেরদা ইউনিয়নের সাহেব বাড়ী থেকে সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে ১১ টার দিকে নিজ বাড়িতে মোটরসাইকেলে দুই ভাই ফেরার সময় কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় পৌঁছালে তাদের উপর হামলা চালানো হয়। পেছন থেকে দুটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি হামলা চালিয়ে রঞ্জিত বিশ্বাসকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় রঞ্জিত বিশ্বাসের সাথে থাকা তার সহোদর লিটন বিশ্বাস আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রঞ্জিত বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। এদিকে তাদের উপর হামলার ঘটনার পর কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাহাবুবুল হাসান ভূঁইয়া পিংকু সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছুটে যান হাসপাতালে তাদের দেখতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *