ফরিদপুরে ভূমি মেলায় হয়রানি ছাড়াই মিলছে জমির নামজারি-খতিয়ান-মৌজা ম্যাপ

ব্যুরো চিফ, বৃহত্তর ফরিদপুর

ফরিদপুরে ভূমি মেলায় কোন রকমের হয়রানি ছাড়াই সরবরাহ করা হচ্ছে জমির খতিয়ান। নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে ই-নামজারির আবেদন। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২৫-২৭ মে ৩দিন ব্যাপি এই ভূমি মেলা অনুষ্ঠিত হবে। গতকাল রোববার বেলা ১১টার দিকে নিজ কার্যালয় সামনে স্টলের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা। উদ্বোধন শেষে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সহকারি কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব সোহেল রানা ও জেলা প্রশাসন স্কুলের দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ তানভীর প্রমুখ। এ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া জেলার ৯টি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ভূমি মেলার উদ্বোধন শেষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ও ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিসগুলো থেকে ভূমি সংক্রান্ত সকল সেবা পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *