ePaper

ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লিয়াকত হোসেন,ফরিদপুর

ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল দশটার দিকে এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, মোহাম্মদ গোলাম কুদ্দুস ভুঁইয়ার সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহরাব হোসেন। এছাড়াও আরও বক্তব্য রাখেন ফরিদপুরের সিভিল সার্জন মো. মাহমুদুল হাসান, ফরিদপুর পুলিশ পুলিশ পরিদর্শক ক্রাইম অ্যান্ড অপস্, মাসুদ রানা, মো. শামসুজ্জামান উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক সাঈদ আনোয়ার এ সময় অন্যান্য সরকারি বেসরকারি পর্যায় কর্মকর্তাবৃন্দ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলায় এ বছরে স্লোগান হলো “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” আলোচনা সভায় বক্তারা দেশে বৃক্ষ রোপনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করে বলেন আমাদের বেঁচে থাকার জন্য বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষ আমাদের প্রাকৃতিক বন্ধু। বৃক্ষ সামাজিক ভারসাম্য রক্ষা করে। আমাদের অক্সিজেন দেয়। অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারিনা। বক্তারা আরো বলেন টেকসই উন্নয়নের জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। বক্তারা সকলকে বৃক্ষ লাগানোর জন্য উদ্বুদ্ধ করেন এবং তা পরিচর্যা করার জন্য আহ্বান জানান। একই সাথে বাসা বাড়িতে আঙ্গিনায় ফলের শাকসবজি চারা লাগানোর জন্য আহ্বান জানানো হয়। পরে একটা শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয় থেকে শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর সিভিল সার্জন অফিসের সামনে বৃক্ষ মেলার সামনে এসে উপস্থিত হয়। এখানে মেলা উদ্বোধন উপলক্ষে ফিতা কাটা হয় পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের পরবর্তী পর্বে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বৃক্ষ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *