সবুজ দাস, ফরিদপুর ফরিদপুরের আলফাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় মো. সাব্বির হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাব্বির জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও দাদপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাফর সরদারের ছেলে। গতকাল শনিবার আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি জেলার আলফাডাঙ্গা থানায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলকেও আসামি করা হয়েছে। মামলার আসামীদের মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে। তবে মামলাটির প্রথম শ্রেণীর নেতাকর্মীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। গত শুক্রবার গভীর রাতে বোয়ালমারী থানা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সাব্বির হোসেনকে নিজবাড়ি থেকে গ্রেপ্তার করেন। গতকাল শনিবার সকালে তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, যুবলীগ নেতা সাব্বির হোসেনকে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় শুক্রবার গভীর রাতে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আলফাডাঙ্গা থানায় হস্থান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলার অজ্ঞাত আসামি সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে শনিবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News

মাদারীপুরে মানবপাচারকারী গোপালপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন
- Sahin Alom
- March 3, 2025
- 0
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানবপাচারকারী ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে মানববন্ধন করেছে নিখোজ যুবকদের পরিবার ও এলাকাবাসী। গতকাল সোমবার সকালে ডাসার থানার […]

ঠাকুরগাঁওয়ে ৩০০ উদ্যোক্তার মাঝে চেক বিতরণ
- Sahin Alom
- February 12, 2025
- 0
মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ৩০০ নারী উদ্যোক্তার মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর […]
সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনযাত্রা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
- Sahin Alom
- March 17, 2025
- 0
শেখ হাসান গফুর, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিএমজেড ও ওয়েলথাংগারহিলফে (ডব্লিউএইচএইচ) বাংলাদেশের উদ্যোগে “কমিউনিটি লেড ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড সাস্টেইনেবল লাইভলিহুড প্রোগ্রাম ইন দ্যা […]