লিয়াকত হোসেন, ব্যুরো চিফ, ফরিদপুর
ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বর্ণাঢ্য র্যালি এবং পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং পরিবেশ উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক সাঈদ আনোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, ফরিদপুর সিভিল সার্জন মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক পান্না বালা, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, সনাকের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায় প্রমূখ। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিক ও মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা পরিবেশের বিপর্যয়ের জন্য প্লাস্টিককে দায়ী করে বলেন বর্তমান সময়ে প্লাস্টিক জনিত দূষণ পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলেছে। ফলে দিনের পর দিন পরিবেশ বিপর্যয় হচ্ছে। এছাড়া অত্র তত্র, যেখানে সেখানে অপরিকল্পিত ভাটা তৈরি হওয়াতে পরিবেশের বিপর্যয় নেমে আসছে। ভাটার মালিকরা বেপরোয়া, তারা অনুমোদন নিয়ে, অনুমোদন না নিয়ে, ঘুষ ততবীরের মাধ্যমে ভাটা ও ভাটার মাটির জন্য যেভাবে কৃষি জমি ধব্বংশ করে চলেছে, এর প্রতিকার করতে না পারলে এর প্রভাবে পরিবেশের আরো মারাত্মক বিপর্যয় নেমে আসবে। কিছু দ্বায়িত্বশীল কর্মকর্তা অবৈধ সুবিধা নিয়ে তিন ফসলি জমিতে ভাটা করার অনুমোদন দিয়েছে বিগত সময় গুলোতে। এই সব খতিয়ে দেখে আইনানুগ কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে। ছাত্র-জনতা জীবন দিয়ে বিপ্লবের মাধ্যমে আমাদেরকে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়ার সুযোগ করে দিয়েছে, এই সুযোগ কাজে লাগাতে হবে। আগামী ও অনাগত ভবিষ্যতের জন্য আমাদের শহর ও পরিবেশকে রক্ষা করতে হবে। প্লাস্টিকজনিত দূষণ রোধ ও অপরিকল্পিত, অনুমোদিত ভাটা বন্ধের জন্য আমাদের সকলকে দায়িত্বশীল হয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। ফরিদপুর পৌরসভা ও এসডিসির উদ্যোগে পলিথিন থেকে ডিজেল উৎপাদনের উদ্যোগ নেয়া হচ্ছে। কিন্তু তা বর্তমানে চাহিদার তুলনায় অপ্রতুল। বক্তারা বলেন আমাদের পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রন করতে হবে এবং পলিথিনের বিকল্প পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। অথবা এর বিকল্প ব্যগ সকলের কাছে সহজলভ্য করে তুলতে হবে। উন্নত দেশগুলোতে শিল্প কারখানায় বিষাক্ত গ্যাস উৎপন্ন হওয়ার কারণে ওজন স্তর ধ্বংস হচ্ছে যা পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। আমাদের দেশের শিল্প কারখানা পরিকল্পিত ভাবে করতে হবে, তার জন্য আইন করে তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। বক্তারা বলেন গাছপালা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। পরিবেশ রক্ষায় আমাদের সকলকে গাছ লাগানোর ব্যাপার উদ্বুদ্ধ করতে হবে।”এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের পরবর্তী পর্বে শিশু কিশোরদের মধ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।