ePaper

ফরিদপুরে ফিলিং স্টেশনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

ফরিদপুর,ব্যুরো চিফ

ফরিদপুরে অসাধু ফিলিং স্টেশন অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টার দিকে ফরিদপুরে ফরিদপুর ছাত্র সমাজের উদ্যোগে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদপুর ছাত্র সমাজের প্রতিনিধি আবরার নাদিম ইতু। লিখিত বক্তব্যে তিনি বলেন ফরিদপুরের কিছু অসাধু ফিলিং স্টেশনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করছেন যা আইনত দণ্ডনীয় এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এ সময় তিনি গত সাত সেপ্টেম্বর  রাতে তোফাজউদ্দিন ফিলিং স্টেশন, মহিলা রোড, এর ঘটনা তুলে ধরেন এবং এ ব্যাপারে প্রশাসনের গাফিলতির কথা তুলে ধরেন। তিনি বলেন কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত ৩৬ ঘন্টা পার হয়ে গেলেও নূন্যতম দুই লাখ টাকা জরিমানা ছাড়া যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শুধুমাত্র তোফাজউদ্দিন ফিলিং স্টেশন নয় আরো কিছু জায়গাতেও রিফিলিং এবং ক্রস ফিলিং করা হয়। কিন্তু তাদের ধরার বা দৃষ্টান্তমূলক শান্তির ব্যাপারে এই পর্যন্ত কোন দৃশ্যমান অগ্রগতি আমরা দেখিনি। যা আমাদের জন্য খুবই হতাশার। এটি এমন একটি বিষয় যে বিষয়টির সাথে সকলের বাসা-বাড়ির নিরাপত্তা জড়িত। এ সময় তিনি এর আইনগত দিক, নিরাপত্তা জনিত ঝুঁকি, অর্থনৈতিক ক্ষতি ও রাজস্ব ফাঁকি, দুর্ঘটনার বাস্তব চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন। একই সাথে অবিলম্বে তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করেন এবং এর স্থায়ী সমাধান এর ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া সংবাদ সম্মেলনে এর প্রতিকারে এ বিষয়ে  তিনটি দাবি তুলে ধরা হয। দাবিগুলো হলো ১. দুই কর্মদিবসের মধ্যে যারা অবৈধভাবে সিলিন্ডার রিফিল করে সেগুলো বন্ধ করে, ওইসকল অবৈধ কারখানাকে আইনের আওতায় আনতে হবে। ২. ইতিমধ্যে যে সকল স্থানগুলোতে এই অবৈধ সিলিন্ডার গুলো পৌঁছে গেছে সেই সকল সিলিন্ডারগুলো সনাক্ত করে জব্দ করতে হবে। ৩. ফরিদপুর শহরের মধ্যে যে সকল অবৈধ কারখানা, গোডাউন, উৎপাদন বিপণন সাথে জড়িতের আইনের আওতায় আনতে হবে। ৪/ সরকারের রাজস্ব সুরক্ষায় এলপিজি ব্যবসাকে অবশ্যই শৃঙ্খলাবদ্ধ ও আইনের আওতায় আনতে হবে এবং ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালাতে হবে। উপরোক্ত দাবিসমূহ যদি আগামী বৃহস্পতিবার এর মধ্যে না মানা হয় তাহলে ফরিদপুরের সর্বস্তরের ছাত্র-জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ফরিদপুরে ছাত্র সমাজের পক্ষে মোহাম্মদ মেহেদী হাসান, সাইফ হাসান খান, সোহেল রানা সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *