সবুজ দাস, ফরিদপুর
পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের সিডিউল অনুযায়ি প্রাপ্ত কাজের ৮০% রেট বৃদ্ধির দাবীতে ফরিদপুরে মানবন্ধন করেছে বাংলাদেশ বোর্ডের আওতায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান। গতকাল বুধবার সকালে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে আয়োজিত এ মানববন্ধন শেষে ঠিকাদার নেতৃবৃন্দ ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন। মানববন্ধনে বক্তারা বলেন যেকোনো দূর্যোগ মোকাবেলার পাশাপাশি কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাদপুর, সিলেট, বরিশাল, ভোলা, পটুয়াখালী, খুলনা, যশোরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখাসহ সিডর, আইলা, রেমাল এমনকি করোনা মহামারির সময়ে আমরা জীবনের ঝুকি নিয়ে বিদ্যুৎ সচল রেখেছি। আমাদের সকল মিনি ঠিকাদারী প্রতিষ্ঠানের ১০ হাজার জনবল দিনরাত কাজ না করলে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি আজ জনগনের আস্থা অর্জন করতে পারতো না উল্লেখ করে তারা দিন দিন অবহেলিত হচ্ছে দাবি করে বলেন সবকিছুর দাম বৃদ্ধি পেলেও আমাদের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রাপ্ত কাজের সিডিউল রেট বৃদ্ধি পাচ্ছেনা না। উল্লেখ্য বিগত ২৮/০২/২০১৭ ইং তারিখে সর্বশেষ রেড সিডিউল বৃদ্ধি পায়। তারা অভিযোগ করে বলেন সিডিউলের রেট বৃদ্ধির জন্য ইতিপূর্বে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে আমাদের কেন্দ্রীয় কমিটি বার বার চিঠি দিলেও তার কোন সমাধান আজ অবধি পাইনি। তাই যথাযথ কর্তৃপক্ষের নিকট আলাপ আলোচনা পূর্বক তাদের বেচে থাকার তাগিদে সিডিউলের ৮০% রেট বৃদ্ধির জন্য অনুরোধ জানান বক্তারা। অন্যথায় ৮০টি বিদ্যুৎ সমিতির এ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো একযোগে কর্মবিরতির মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে হুশিয়ারি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ঠিকাদার আমিনুল ইসলাম,শেখ মো: হাসান, মিজানুর রহমান, এনায়েত হোসেন, সোহাগ মৃধা প্রমুখ।