ePaper

ফরিদপুরে পত্রিকার হকারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

লিয়াকত হোসেন, ফরিদপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভা শাখার উদ্দ্যেগে পত্রিকার হকারদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। গতকাল সোমবার সকাল ৬টায় স্থানীয় স্বর্নকুটির মার্কেটের সামনে সংবাদপত্র বিতরণকারী ৩১ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এস এম আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি পৌর জামায়াতের আমীর ড. এহসানুল মাহবুব, এছাড়াও পেীরসভা শাখার সাংগাঠনিক সম্পাদক এ্যাড. রেজাউল হুসাইন শামীম, পৌরসভা শাখার সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, অফিস সম্পাদক মেহেদী হাসান সুমন প্রমুখ। বিতরণ অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুন্দর জনকল্যাণমুখী সমাজ বিনির্মানে কাজ করে যাচ্ছে। যেখানে কোন বৈষম্য ঠাই পাবে না। পত্রিকা বিতরণকারী সকলে আমাদের ভাই, তাদের সুখ দুখে সব সময় আমরা পাশে আছি এবং থাকব। এ সময় উপস্থিত ছিলেন হকার্স সমিতির সভাপতি মো. পান্নু খান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ অন্যান্য হকার বৃন্দ। সর্বমোট ৩১জন হকারের মধ্যে ঈদ সামগ্রী প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *