ePaper

ফরিদপুরে তিন দিনব্যাপী বিজয় মেলা

লিয়াকত হোসেন, ফরিদপুর ব্যুরো

ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা। মেলায় কারু, চারু পণ্য, লোকজ, পিঠাপুলিসহ বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে বসেছেন দোকানিরা। প্রথমদিনেই মেলায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শহরের অম্বিকা ময়দানে সোমবার দুপুর থেকে নানা বয়সী দর্শনার্থীদের দেখা যায়। কেউ কিনেছেন পণ্য আবার কেউ ঘুরেছেন, কেউ তুলেছেন সেলফি, কেউ খেয়েছেন পিঠাপুলিও ফুচকা। আনন্দে মাতোয়ারা হয়েছে শিশুরাও। বিকাল থেকেই কানায় কানায় পূর্ণ ছিল অম্বিকা ময়দান। বিকালে বেলুন উড়িয়ে বিজয় মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসকসহ অতিথিরা। মেলায় বিভিন্ন পসরা নিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা। কেউ বিক্রি করছেন শাড়ি ও কামিজ আবার কেউ হাতে তৈরি কলাগাছের পণ্য, কেউবা পিঠাপুলিসহ নানা ধরনের হাতে তৈরি পণ্য নিয়ে বসেছেন। প্রথমদিনেই ক্রেতার উপস্থিতি ভালো এবং বেচাকেনা বেশি হয়েছে বলে জানালেন উদ্যোক্তারা। নারী উদ্যোক্তা সোনিয়া সুলতানা বলেন, ‘নারী কর্মীদের হাতে তৈরি বিভিন্ন পোশাক বিক্রি করছি। এখানে শাড়ি, কাপড়, কামিজসহ বিভিন্ন পোশাকে হাতের কাজ শেষে বিক্রি করা হয়। এক হাজার ৫০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দামের শাড়ি রয়েছে। প্রথমদিনেই ক্রেতাদের ভালো সাড়া পাবো বলে আশা করছি। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা বলেন, ‘বিজয় দিবসে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এখানে নারী উদ্যোক্তারা নিজেদের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে বসেছেন। উৎসবের আমেজ ধরে রাখতেই এ মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলার প্রদর্শনী। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যা থেকে মেলার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। মেলায় বিভিন্ন ধরনের ২৭টি স্টল রয়েছে। বুধবার ৩দিন ব্যাপী এই বিজয় মেলার সমাপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *