ePaper

ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-রিকশার ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত

লিয়াকত হোসেন, ফরিদপুর ব্যুরো

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মোটরসাইকেল আরোহী সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের নয়ন শেখ (২২) ও রিকশাচালক একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের মো. শাহজাহান (৫১)। করিমপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নয়ন শেখ ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের পেছনে থাকা নয়ন শেখের মা গুরুতর আহত হন। এ ছাড়া রিকশাচালক আহত হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ওসি বলেন, ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছকে মেরে দেওয়ায় ওই এলাকায় রাস্তার ওপর গাছ পড়ে গেলে সেই গাছটি সরানো হয়েছে। তবে ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *